উপকরনঃ
————-
আতপ চালের গুঁড়া ১ কাপ ও ১/২ কাপ
সুজি ১/২ কাপ
ঘন তালের ক্বাথ ১ কাপ
বেকিং পাউডার ১ চা চামচ
ইস্ট ১,১/২ চা চামচ + ১ কাপ কুসুম গরম ঘন দুধে গুলে কিছুক্কন রেখে দিতে হবে, ইস্ট ফুলে উঠলে মিশাতে হবে ।
১ চিমটি লবন
নারিকেল কোরানো ১ কাপ বা ইচ্ছা মত
ডিম ২ টি
চিনি ১ কাপ বা নিজের পছন্দ মত কম বেশি করতে পারেন ।
কাঁঠাল পাতা বা এলুমিনিয়া ফয়েল ( পানের খিলির মত ভাঁজ করে নিতে হবে , থুতপিকের সাহায্য । এলুমিনিয়াম ফয়েল হলে , কৌণ আকারে করে নিন , যদি কাঠাল পাতা না থাকে ।
————-
যেভাবে করতে হবে ঃ
———————
১ ।প্রথমে একটি বড় বাটিতে চালের গুঁড়া , সুজি , বেকিং পাউডার ,লবন , চিনি মিক্স করে নিন । এবার ডিম ও গুলে রাখা দুধ – ইষ্ট মিশ্রন টা দিন । এবার তালের ক্বাথ দিয়ে মিশান ।নারিকেল দিবেন পিঠা বানানোর সময় খামিরের সাথে মিক্স করে নিতে হবে । এখন খামিটা একটা গরম জায়গায় রেখে দিন ৫-৬ ঘণ্টা । খামির ফুলে উঠবে । এখন কাঁঠাল পাতা ধুয়ে , মুচে নিন এবং কৌণ বানিয়ে নিন থুতপিক দিয়ে । , আর যদি কাঁঠাল পাতা না পান , তাদের জন্য এই টিপস , এলুমিনিয়া ফয়েল কেটে নিন চারকোনা করে এবং পানের খিলির মত করে কৌন শেইপ করে নিন ৮ -১০ টি ।এবার চুলায় পানি দিয়ে ইস্টিমার ডেকচি বসান ,ইস্টিমারের ডেকচি টা এমন হতে হবে যেনও তাতে ৩-৪ টি চায়ের কাপ বসানো যায় বা ফোটো ওয়ালা স্টিলের স্টেইনার ।
এখন খামিরের সাথে নারিকেল কুরান মিশায় নিন ।চা চামচ দিয়ে কৌনে তালের খামির ভরে নিন , উপরে কিছু নারিকেল ছিটায় দিন , একদম উচু করে খামির ভরবেন না , কারন ইস্টিমে দেয়ার পর পিঠা ফুলে উঠবে ।এখন একটি কাপে ২ টি করে কৌণ রাখুন স্টেইনারে বসায় দিন সোজা করে । এভাবে সব করে নিতে পারেন । এবং ঢাকনা দিন ৫ -৬ মিনিট ইস্টিমে বা ভাপে হতে দিন । ঢাকনা তুলে দেখুন , পিঠা হয়েছে কিনা , যখন দেখবেন পিঠা ফুলে ও একটু ফেটে ফেটে যাবে তখন বুঝতে হবে পিঠা হয়ে গেছে । এবার নামিয়ে নিন । এভাবে সব করে নিন । গরম কিংবা ঠাণ্ডা পরিবেশন করুন কাঠাল পাতায় তালের কৌণ পিঠা ।
কিছু কথা ঃ
তখন দাদিকে দেখেছি , স্টীমারের উপরের অংশে খের বা শুকনা গ্রাস দিয়ে কৌণ গুলো গর্ত করে বসায় দিত । এখন সব কিছু সহজ হয়ে গেছে আর খের বা খড দিতে হয় না ।
রুটি চিতই পিঠা
উপকরণ —
পোলাওর চাল বা আতপ চাল হাফ কাপ + সিদ্ধ চাল ১ কাপ ।
লবন সামান্য..
১ চা চামচ বেকিং পাউডার
১ টি ডিমের সাদা অংশ
১ টেবিল চামচ ময়দা
পরিমান মত হালকা গরম পানি এটা দিয়ে চাল ব্লেন্ড করতে হবে । তাই ডিমের সাদা অংশ টি একেবারে শেষে মিশাবেন ।
নারিকেল করানো হাফ কাপ ।
আর ও লাগবে ,
একটি বাটি করে অল্প তেল রাখবেন পাশে , সুতির কাপড় দিয়ে তেল লাগিয়ে প্রথমে প্যান মুচে নিবেন । ২/৩ টা করার পর পর প্যান মুচে নিতে হবে ।
প্রণালী —
চাল ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে .. এরপর ভেজা অবস্থায় চাল মিহি করে বেটে নিতে হবে বা ব্লেন্ডারে একে একে সব নিয়ে ব্লেন্ড করে নিন । ১ ঘন্টা ঢেকে রাখতে হবে । খেয়াল রাখতে হবে গোলা যেন খুব ঘন না হয় আবার বেশি পাতলা ও না হয় যেন ।..লোহার কড়াই বা মাটির পিঠার খোলা চুলায় দিয়ে গরম হলে , প্রথমবার একটি কাপড়ে সামান্য তেল লাগিয়ে মুচে নিন । বড় চামচের ১ চামচ গোলা প্যানে দিয়ে ২/৩ সেকেন্ড পর বুদ বুদ বা ফুট ফুট হয়ে আসলে রুটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে । ১ মিনিট পর নামিয়ে নিন । এভাবে রুটি চিতই পিঠা সব করে নিন । পরিবেশন করুন মুচমুচে রুটি চিতই পিঠা ভর্তা , ভাজি , মাংশের রেজেলা বা খেজুর রাবের সাথে । আশা করি সবার ভাল লাগবে । আপনাদের মতা মত জানাতে ভুলবেন না ।
ছিটা পিঠা
উপকরণ:-
———-
চালের গুড়াঁ ২ কাপ
ময়দা ৩/৪ কাপ
ডিমের সাদা অংশ ১টি
লবণ হাফ চা চামচের চেয়ে কম বা পরিমান মত।
হালকা কুসুম গরম পানি পরিমাণ মত
আরো লাগবে ,
অল্প তেল
একটি প্লাস্টিকের পানির বোতল ছোট (ঢাকনা ছিদ্র করে নিতে হবে।)
আর ননস্টিক প্যান
পদ্ধতি:-
——–
প্রথমে ব্লেন্ডারে চালেরগুড়াঁ,ময়দা ,লবণ ,পানি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন ১ মিনিট তারপর ডিমের সাদা অংশ দিয়ে আবার ব্লেন্ড করে নিন । পাতলা গোলা হবে ।আবার বেশি পাতলা ও না ।এখন গোলাটা ঢেকে ২০-২৫ মিনিট রেখে দিন।
এখন পানির বোতলে গোলা ভরে নিন এবং ছিদ্র যুক্ত ঢাকনাটা ভাল করে বন্ধ করে দিন।
এখন নন স্টিক প্যানে একটি কাপড় দিয়ে তেল মুছে নিন। এখন বোতল থেকে উপর করে গোলা প্যানে ঝিকঝাক করে বা ইচ্ছা মত ফেলে রুটির মত গোল করে নিনগ। এক মিনিট বা দেড় মিনিট লাগবে একটি রুটি হতে। তিন কোণা করে ভাজ করে তুলে নিন । এভাবে সব বানিয়ে নিয়ে পছন্দ মত কারি দিয়ে পরিবেশন করুন মজাদার ছিটা পিঠা ।
মধুভাত
Anar’s Kitchen & Recipe
মধুভাত
উপকরণ:-
———
বিনি চাউল ১কেজি (আমি লাল বিনি চাউল দিয়ে করেছি ।)
জালা চালের গুড়াঁ ১,১/২ কাপ(এইটা একটা চালের গুঁড়া সেটা হচ্ছে ধান চারা করার জন্য যে বীজ টা করা হয় ঐ বীজ ধানের চালের গুঁড়া করে নিতে হয়। দেশে এটা সহজে পাওয়া যাবে।)
নারিকেল কোরানো ১কাপ
লবণ পরিমাণ মত ভাত রান্নায় লাগবে।
আরো লাগবে ,
লিকুইট দুধ ২কাপ
চিনি ৪টেবিল চামচ (ইচ্ছা তবে চিনি একটু দিলে খুব মজা হয়। আবার চিনি বেশি হলে ভাল লাগবে না। )
নারিকেল ১/২ কাপ মত
দুধ গরম করে নিব নারিকেল ও চিনি দিয়ে । বলক আসলে নামিয়ে নিন।
যেভাবে করতে হবে:-
——————–
ভাত রান্না:
———-বিনি চাল ভাল করে ধুয়ে নিয়ে ,হাতের আঙুলের তিন দাগ মেপে পানি দিন বা এক কেজি ভাত রান্না করার জন্য যে পরিমান লাগে দিতে হবে। এবার লবণও নারিকেল কোরানো দিয়ে চুলায় জ্বাল দিন।
বলক আসলে নেড়ে দিন ভাত। চুলার আচঁ মিড়িয়াম করে ঢেকে রান্না করুন ভাত হয়ে যাওয়া পর্যন্ত। ভাত হয়েছে কিনা একটি ভাত টিপে দেখুন। ভাত হয়ে গেলে নামিয়ে নিন।
জালা চাইলের গুড়াঁ আগেই করে রাখতে হবে। হালকা গরম করে রাখা দুধ পাশে রাখুন।
এখন ,বড় চওড়া একটি ডেকচি নিন। ডেকচি ধুয়ে পানি শুকায় নিতে হবে চুলায় দিয়ে।এবার ডেকচিতে প্রথমে রান্না করা বিনি ভাত ৩-৪ চামচ নিন ,উপরে জালা চাউলের মিহি গুড়াঁ ছিটান এক মুঠো। এখন ডাল ঘুটুনি দিয়ে ভাল করে ম্যাশ করে নিন।এভাবে ভাত ও জালা চালের গুড়াঁ পর্যায়ক্রমে দিয়ে ম্যাশ করবেন । সব ভাত ম্যাস করা হয়ে গেলে ,আরেকবার ভাল করে ঘুটে নিন। এবার করে রাখা কুসুম দুধ দিয়ে আবার ঘুটে নিন। যখন দেখবেন ভাত তকতকে আরো দুধ দেয়া প্রয়োজন তখন আরো ১-২ কাপ দুধ কুসুম গরম করে মিশান। ভুলেও ঠান্ডা দুধ বা পানি দিবেন না । এবার সব শেষে ঘুটে নিয়ে ভারি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন গরম কোন জায়গায়। কোন ধরা ছোয়া যাবে না ১০-১২ ঘন্টার আগে । আমি রাতে বসালে তারপরের দিন ১০-১১টায় বের করি । একদম পারফেক্ট হয়। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার “মধুভাত”।প্রচন্ড গরমে এই ভাত ভাল জমে।
উপকরনঃ
————-
আতপ চালের গুঁড়া ১ কাপ ও ১/২ কাপ
সুজি ১/২ কাপ
ঘন তালের ক্বাথ ১ কাপ
বেকিং পাউডার ১ চা চামচ
ইস্ট ১,১/২ চা চামচ + ১ কাপ কুসুম গরম ঘন দুধে গুলে কিছুক্কন রেখে দিতে হবে, ইস্ট ফুলে উঠলে মিশাতে হবে ।
১ চিমটি লবন
নারিকেল কোরানো ১ কাপ বা ইচ্ছা মত
ডিম ২ টি
চিনি ১ কাপ বা নিজের পছন্দ মত কম বেশি করতে পারেন ।
কাঁঠাল পাতা বা এলুমিনিয়া ফয়েল ( পানের খিলির মত ভাঁজ করে নিতে হবে , থুতপিকের সাহায্য । এলুমিনিয়াম ফয়েল হলে , কৌণ আকারে করে নিন , যদি কাঠাল পাতা না থাকে ।
————-
যেভাবে করতে হবে ঃ
———————
১ ।প্রথমে একটি বড় বাটিতে চালের গুঁড়া , সুজি , বেকিং পাউডার ,লবন , চিনি মিক্স করে নিন । এবার ডিম ও গুলে রাখা দুধ – ইষ্ট মিশ্রন টা দিন । এবার তালের ক্বাথ দিয়ে মিশান ।নারিকেল দিবেন পিঠা বানানোর সময় খামিরের সাথে মিক্স করে নিতে হবে । এখন খামিটা একটা গরম জায়গায় রেখে দিন ৫-৬ ঘণ্টা । খামির ফুলে উঠবে । এখন কাঁঠাল পাতা ধুয়ে , মুচে নিন এবং কৌণ বানিয়ে নিন থুতপিক দিয়ে । , আর যদি কাঁঠাল পাতা না পান , তাদের জন্য এই টিপস , এলুমিনিয়া ফয়েল কেটে নিন চারকোনা করে এবং পানের খিলির মত করে কৌন শেইপ করে নিন ৮ -১০ টি ।এবার চুলায় পানি দিয়ে ইস্টিমার ডেকচি বসান ,ইস্টিমারের ডেকচি টা এমন হতে হবে যেনও তাতে ৩-৪ টি চায়ের কাপ বসানো যায় বা ফোটো ওয়ালা স্টিলের স্টেইনার ।
এখন খামিরের সাথে নারিকেল কুরান মিশায় নিন ।চা চামচ দিয়ে কৌনে তালের খামির ভরে নিন , উপরে কিছু নারিকেল ছিটায় দিন , একদম উচু করে খামির ভরবেন না , কারন ইস্টিমে দেয়ার পর পিঠা ফুলে উঠবে ।এখন একটি কাপে ২ টি করে কৌণ রাখুন স্টেইনারে বসায় দিন সোজা করে । এভাবে সব করে নিতে পারেন । এবং ঢাকনা দিন ৫ -৬ মিনিট ইস্টিমে বা ভাপে হতে দিন । ঢাকনা তুলে দেখুন , পিঠা হয়েছে কিনা , যখন দেখবেন পিঠা ফুলে ও একটু ফেটে ফেটে যাবে তখন বুঝতে হবে পিঠা হয়ে গেছে । এবার নামিয়ে নিন । এভাবে সব করে নিন । গরম কিংবা ঠাণ্ডা পরিবেশন করুন কাঠাল পাতায় তালের কৌণ পিঠা ।
কিছু কথা ঃ
তখন দাদিকে দেখেছি , স্টীমারের উপরের অংশে খের বা শুকনা গ্রাস দিয়ে কৌণ গুলো গর্ত করে বসায় দিত । এখন সব কিছু সহজ হয়ে গেছে আর খের বা খড দিতে হয় না ।
উপকরণ —
পোলাওর চাল বা আতপ চাল হাফ কাপ + সিদ্ধ চাল ১ কাপ ।
লবন সামান্য..
১ চা চামচ বেকিং পাউডার
১ টি ডিমের সাদা অংশ
১ টেবিল চামচ ময়দা
পরিমান মত হালকা গরম পানি এটা দিয়ে চাল ব্লেন্ড করতে হবে । তাই ডিমের সাদা অংশ টি একেবারে শেষে মিশাবেন ।
নারিকেল করানো হাফ কাপ ।
আর ও লাগবে ,
একটি বাটি করে অল্প তেল রাখবেন পাশে , সুতির কাপড় দিয়ে তেল লাগিয়ে প্রথমে প্যান মুচে নিবেন । ২/৩ টা করার পর পর প্যান মুচে নিতে হবে ।
প্রণালী —
চাল ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে .. এরপর ভেজা অবস্থায় চাল মিহি করে বেটে নিতে হবে বা ব্লেন্ডারে একে একে সব নিয়ে ব্লেন্ড করে নিন । ১ ঘন্টা ঢেকে রাখতে হবে । খেয়াল রাখতে হবে গোলা যেন খুব ঘন না হয় আবার বেশি পাতলা ও না হয় যেন ।..লোহার কড়াই বা মাটির পিঠার খোলা চুলায় দিয়ে গরম হলে , প্রথমবার একটি কাপড়ে সামান্য তেল লাগিয়ে মুচে নিন । বড় চামচের ১ চামচ গোলা প্যানে দিয়ে ২/৩ সেকেন্ড পর বুদ বুদ বা ফুট ফুট হয়ে আসলে রুটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে । ১ মিনিট পর নামিয়ে নিন । এভাবে রুটি চিতই পিঠা সব করে নিন । পরিবেশন করুন মুচমুচে রুটি চিতই পিঠা ভর্তা , ভাজি , মাংশের রেজেলা বা খেজুর রাবের সাথে । আশা করি সবার ভাল লাগবে । আপনাদের মতা মত জানাতে ভুলবেন না ।
উপকরণ:-
———-
চালের গুড়াঁ ২ কাপ
ময়দা ৩/৪ কাপ
ডিমের সাদা অংশ ১টি
লবণ হাফ চা চামচের চেয়ে কম বা পরিমান মত।
হালকা কুসুম গরম পানি পরিমাণ মত
আরো লাগবে ,
অল্প তেল
একটি প্লাস্টিকের পানির বোতল ছোট (ঢাকনা ছিদ্র করে নিতে হবে।)
আর ননস্টিক প্যান
পদ্ধতি:-
——–
প্রথমে ব্লেন্ডারে চালেরগুড়াঁ,ময়দা ,লবণ ,পানি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন ১ মিনিট তারপর ডিমের সাদা অংশ দিয়ে আবার ব্লেন্ড করে নিন । পাতলা গোলা হবে ।আবার বেশি পাতলা ও না ।এখন গোলাটা ঢেকে ২০-২৫ মিনিট রেখে দিন।
এখন পানির বোতলে গোলা ভরে নিন এবং ছিদ্র যুক্ত ঢাকনাটা ভাল করে বন্ধ করে দিন।
এখন নন স্টিক প্যানে একটি কাপড় দিয়ে তেল মুছে নিন। এখন বোতল থেকে উপর করে গোলা প্যানে ঝিকঝাক করে বা ইচ্ছা মত ফেলে রুটির মত গোল করে নিনগ। এক মিনিট বা দেড় মিনিট লাগবে একটি রুটি হতে। তিন কোণা করে ভাজ করে তুলে নিন । এভাবে সব বানিয়ে নিয়ে পছন্দ মত কারি দিয়ে পরিবেশন করুন মজাদার ছিটা পিঠা ।
Anar’s Kitchen & Recipe
মধুভাত
উপকরণ:-
———
বিনি চাউল ১কেজি (আমি লাল বিনি চাউল দিয়ে করেছি ।)
জালা চালের গুড়াঁ ১,১/২ কাপ(এইটা একটা চালের গুঁড়া সেটা হচ্ছে ধান চারা করার জন্য যে বীজ টা করা হয় ঐ বীজ ধানের চালের গুঁড়া করে নিতে হয়। দেশে এটা সহজে পাওয়া যাবে।)
নারিকেল কোরানো ১কাপ
লবণ পরিমাণ মত ভাত রান্নায় লাগবে।
আরো লাগবে ,
লিকুইট দুধ ২কাপ
চিনি ৪টেবিল চামচ (ইচ্ছা তবে চিনি একটু দিলে খুব মজা হয়। আবার চিনি বেশি হলে ভাল লাগবে না। )
নারিকেল ১/২ কাপ মত
দুধ গরম করে নিব নারিকেল ও চিনি দিয়ে । বলক আসলে নামিয়ে নিন।
যেভাবে করতে হবে:-
——————–
ভাত রান্না:
———-বিনি চাল ভাল করে ধুয়ে নিয়ে ,হাতের আঙুলের তিন দাগ মেপে পানি দিন বা এক কেজি ভাত রান্না করার জন্য যে পরিমান লাগে দিতে হবে। এবার লবণও নারিকেল কোরানো দিয়ে চুলায় জ্বাল দিন।
বলক আসলে নেড়ে দিন ভাত। চুলার আচঁ মিড়িয়াম করে ঢেকে রান্না করুন ভাত হয়ে যাওয়া পর্যন্ত। ভাত হয়েছে কিনা একটি ভাত টিপে দেখুন। ভাত হয়ে গেলে নামিয়ে নিন।
জালা চাইলের গুড়াঁ আগেই করে রাখতে হবে। হালকা গরম করে রাখা দুধ পাশে রাখুন।
এখন ,বড় চওড়া একটি ডেকচি নিন। ডেকচি ধুয়ে পানি শুকায় নিতে হবে চুলায় দিয়ে।এবার ডেকচিতে প্রথমে রান্না করা বিনি ভাত ৩-৪ চামচ নিন ,উপরে জালা চাউলের মিহি গুড়াঁ ছিটান এক মুঠো। এখন ডাল ঘুটুনি দিয়ে ভাল করে ম্যাশ করে নিন।এভাবে ভাত ও জালা চালের গুড়াঁ পর্যায়ক্রমে দিয়ে ম্যাশ করবেন । সব ভাত ম্যাস করা হয়ে গেলে ,আরেকবার ভাল করে ঘুটে নিন। এবার করে রাখা কুসুম দুধ দিয়ে আবার ঘুটে নিন। যখন দেখবেন ভাত তকতকে আরো দুধ দেয়া প্রয়োজন তখন আরো ১-২ কাপ দুধ কুসুম গরম করে মিশান। ভুলেও ঠান্ডা দুধ বা পানি দিবেন না । এবার সব শেষে ঘুটে নিয়ে ভারি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন গরম কোন জায়গায়। কোন ধরা ছোয়া যাবে না ১০-১২ ঘন্টার আগে । আমি রাতে বসালে তারপরের দিন ১০-১১টায় বের করি । একদম পারফেক্ট হয়। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার “মধুভাত”।প্রচন্ড গরমে এই ভাত ভাল জমে।
admin