সমস্যা
মুখের তৈলাক্ততা কমাতে পারি কী করে?
সমাধান
নরম কাপড়ে বরফের টুকরো পেঁচিয়ে মুখের টি জোনে চেপে ধরুন কিছুক্ষণ। এটা আপনার মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাবে। এরপর মুখে আবার পাউডারের প্রলেপ দিয়ে নিতে পারেন।
সমাধান
আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে মেছতা দূর করা সম্ভব। তবে সময়ের প্রয়োজন। অতিরিক্ত রোদ ও তাপ এড়িয়ে চলবেন।
সমস্যা
আমার তৈলাক্ত ত্বক, কাজল পরতে খুব ভালোবাসি। কিন্তু গরমে কাজল পরলে কিছুক্ষণের মধ্যেই তা লেপটে যায়। কী করব?
সমাধান
আপনি চোখের সাজের ক্ষেত্রে কাজল বাদ দিয়ে আইভ্রূ পেনসিল ও ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করতে পারেন।
সমস্যা : আমার গায়ের রং শ্যামলা। আমার কাজল পরতে খুব ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পর তাতে আমাকে আরো কালো লাগে। কী করব?
সমাধান : কাজল না দিয়ে চোখের নিচের পাতায় চিকন করে আইলাইনার দিয়ে দেখতে পারেন। অথবা পেনসিল কাজল ব্যবহার না করে লিকুইড কাজল ব্যবহার করুন।
সমস্যা : লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পর ঠোঁট ফেটে যায়। কি করব?
সমাধান : লিপবাম হালকা করে লাগিয়ে রাখুন পাঁচ মিনিট। তারপর লিপস্টিক লাগান।
১) চোখের নিচে কালো দাগ
সমাধান: খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দু—র হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাঁটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না !!!
আর হ্যাঁ দাগ মুক্ত হয়ে যাবার পর আপনার জন্য রাত্রি জাগরন নিষিদ্ধ!!!

২) খুশকি
সমাধান: সমপরিমান লেবুর রস আর খাঁটি নারকেল তেল একসাথে গরম করতে হবে। চুলের গোড়ায় গোড়ায় খুব সুক্ষভাবে ঘষে নিন। এর আগে থেকেই গরম পানি চুলায় দিয়ে রাখূন। চুলের গোড়ায় দ্রবণটি মাখা হয়ে গেলে দশ মিনিট পর গরম পানিতে একটি পরিস্কার তোয়ালে ডুবিয়ে চুপসে কিছূ পানি ফেলে দিয়ে এমনভাবে তোয়ালে দিয়ে মাথা চেপে রাখূন যেন তাপ টুকু চুলে লাগে। এভাবে দুই তিন বার তোয়ালে দিয়ে তাপ/ভাপ নিতে হবে। পর পর তিনদিন এই থেরাপী নিলে পরবতী সাত বছরের জন্য আপনার মাথা খুসকী মুক্ত হবে ইনশাল্লাহ। তার প্রমান আমি নিজে।

খুসকি মুক্ত চুলের জন্য পরিস্কার পরিচ্ছন্নতা আবশ্যক। বালিশের কাভার সপ্তাহে একবার পরিস্কার করা বাধ্যতামুলক। দিনে দুই বার পরিস্কার চিরুনী দিয়ে চুল আঁচড়াতে হবে।

ত্বকের যত্নে ময়শ্চারাইজিং
ব্রনের সমস্যা ও তার সমাধান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *