-ব্রণের সমস্যা কম-বেশি প্রায় সবারই হয়ে থাকে। বিশেষ করে টিনএজারদের এ সমস্যা বেশি হয়। এছাড়া রোদ, ধুলাবালিও কম যায় না ব্রণ সৃষ্টি করতে। তাই ব্রণ দূর করতে দেয়া হলো ঘরোয়া কিছু টিপস_

-একটি ডিম, অলিভঅয়েল ২ টেবিল চামচ, একটি পুরো লেবুর রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এটি মুখ, গলা, হাত, ঘাড়ে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণের দাগের পাশাপাশি কালো দাগও দূর হবে।

-তিল, সরষে এবং দুধ একসঙ্গে মিশিয়ে বেটে নিন। মিশ্রণটি ব্রণের ওপর প্রলেপ দিয়ে রাখুন কমপক্ষে ২০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে।

-সুপারির খোসার রস ২০ মিনিট ব্রণের ওপর লাগিয়ে রাখুন। এতে দ্রুত উপকার পাওয়া যাবে। এটি সপ্তাহে দু’দিন ব্যবহার করতে হবে।

চিরতার শেকড় ও কাণ্ড সারা রাত ভিজিয়ে সকালে খালি পেটে খেলে ব্রণ উঠবে না।

রূপ চর্চার কিছু প্রশ্ন উত্তর/সমস্যা ও সমাধান
ব্রন হতে মুক্তির উপায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *